We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

Agoon O Moushumi

by The Attempted Band

/
  • Streaming + Download

    Purchasable with gift card

     

1.
চলো যাই ভোজন বিলাস বাজে রাত বারো টা আড্ডা হবে তবে স্মৃতি আর পরাটা আমার মনে জমে আছে বিশ বছরের গল্প এই বেয়ারার !! দুই প্লেট চিকেন বিরিয়ানি সময় আজ অল্প তুমি যা ভেবেছো আমিও ভেবেছি তা সিগারেট ধরাও বিশাল শূণ্যতা ভুলতে পারি না বারবার বলা কথা সুখ দুঃখ আর দোকানদারির হতাশা মন কি যে চায় বলো ? বাস্তব ভালবাসা চাকরি চিন্তা ছাড়া জীবন বেঁচে থেকে লাভ টা কি ? ফেলে দেওয়া সব নিশ্বাসের সাথে ধূলিকণা আছে লুকিয়ে শেষ হয়ে আবার শুরু গ্রিন কর্ণারে গিয়ে সবাই এগোতে চায় সবাই পিছে ফেলে খাতার ছেড়া পাতায় কলম ঠেলে ঠেলে ছাই থেকে পুনর্জন্ম গল্পের সিরিয়ালে ডাস্টবিনের থেকে স্বপ্ন তুলে এক মেয়ে আর এক ছেলে আমিও হেসেছি জীবন কৌতুকে পথে নেমেছি পথের বাঁধা বুকে মশাল জালিয়ে স্লোগান রাত দিনে যেয়ে ঢুকে সব প্রশ্নের উত্তর উত্তর জানলে কি লাভ টা হয় ? উত্তর জানলে কি লাভ টা হয় ? উত্তর জানলে কি লাভ টা হয় ? যদি প্রশ্ন নেই উত্তর জানলে কি লাভ টা হয় ? উত্তর জানলে কি লাভ টা হয় ? উত্তর জানলে কি লাভ টা হয় ? যদি প্রশ্ন নেই
2.
Ei Bikale 03:44
বিকাল বেলা নোটবুকের ছেড়াপাতা একটা কাগজের প্লেন ভেতরে চিঠি ক্রিকেট খেলা বন্ধুরা যখন ব্যস্ত জামেসের লাইট চুরি করে তোমাকে লিখি আমি কি বুঝি ? বেশি কিছু না তবুও জানি তোমাকে খুজি এই বই মেলায় কবিতার কথোপকথন পড়েছি তোমার মনের পান্ডুলিপি চলো গোপনে লিখি গল্প দুই জন মিলে দেখি এক স্বপ্ন ভবিষ্যতের কল্পনাতে যদি বলো মেঘের হাওয়ার পাশে কাগজের প্লেনের সাথে হারিয়ে গেলাম আপন মনে বৃষ্টির ওপারে সেই শীত সুব্রতা কিছুক্ষণে আকাশ নদীর পাশে বসে এই পৃথিবীর ছদ্মবেশে এই বিকালে
3.
O Moushumi 03:41
ওহ! মৌসুমি পূর্ণিমা রাতে তোমার আলো খুজেছি খোলা শূণ্যতায় কবিতার পাতায় তোমার নাম আমি লিখেছি ছায়ার আড়ালে বন্ধ জালানায় প্রতি নিশ্বাসে তোমাকে চেয়েছি ওহ! মৌসুমি আমি এই আমি তোমাকে অজানা ভালোবেসেছি ওহ! মৌসুমি গিটারের তারে তোমার কান্না গেয়েছি স্বপ্নে দেখা মরুভূমিতে তোমার হাসি খুজে পেয়েছি
4.
ভেসে আমি যাচ্ছি কোথায় ? কোন খেয়ালে ? মহা আকাশের শূণ্যতার ছয় দেয়ালে কার্নিশের এক ছায়ার পেছন ,তার আড়ালে ভুলে যাওয়া যত তালে কোথায় চলে যাচ্ছি ? কেন এত ভয় পাচ্ছি ? সকাল হয়ে যায় রাত্রি নবভূবনের যাত্রি আমি একা এসেছি অনুষ্ঠানে, সংবাদ সাংবাদিক সব সত্য মানুষ জানে তবু মিথ্যার ছয়দিক উড়ে চলে গেলো তোমার চিহ্ন বাস্তব আধ্যাত্মিক কই নিশ্বাস ? তার বিশ্বাসে ঠিক আমার নাম নিও না আমি কারোর কেউ না মেঘ জুড়ে চেও না অন্ধকারের পথ ফিরিয়ে ভেসে যাই আকাশে তোমাদের গল্পের পাশে আমাদের ইতিহাসের শেষ খন্ড লিখতে হবে রাস্তার কাকোফোনি, কনফিউশনে ভরপুর বারো বছরের মিলে পার করে আরো কত দূর ? উত্তরের পাতায় প্রশ্ন দেখে কিংকর্তব্যবিমূঢ় শুনি সেই পুরানো সূর আমাকে ভুলে যাও নতুন গান শিখে গাও চোখ খুলে উঠে দাড়াও একদিন আবার কথা হবে
5.
DPGM 04:36
আজকে দুপুর বেলা বিয়ে জামিলা আর বিসু ভাই সেন্ট্রাল রোডে চলো গিয়ে গেট ক্রাশ করে পোলাও খাই বেয়ারার দেখে ফেললে বিশ টাকা টিপস দিলে ঝাড়ি খাওয়ার বিপদ নাই আজকে দুপুর বেলা বিয়ে জিন্স পড়ে চলো সবাই এক হাতে পেপসি এক হাতে গোল্ডলিফ মেটালিকার গেঞ্জি মুখে চরম রিফ তোমারই কথা মনে যে ভাসে আমি একা তাই তোমাকে কেউ ভালোবাসে ধানমন্ডির পোলা গুলসানের মাইয়া শেক দ্যাট এ্যাজ শেক দ্যাট এ্যাজ ফিল দ্যা বেজ ফিল দ্যা বেজ আই ডোন্ট নিড টু ড্রিং টু ড্যান্স দ্যা ড্যান্স ফ্লোর গেটস মি ড্রাং বেবি হোয়েন ইউ শেক দ্যাট এ্যাজ আই ওয়্যানা ফিল দ্যাট ফ্যাংক হুহ মিলু ভাইয়ের বাসায় চলো ব্যাগে ভরে ব্লাংক ক্যাসেট জ্যাজ শুনতে লাগে যে ভালো মাকসুদ ও ঢাকার কোয়ার্টেট শিল্প কলায় যখন চিক কইরা যায় তখন সিটের উপরে পা তুলে মনে ভরা যত বেজলাইন গেঞ্জির নিচে সুইট তুমি বসা নোভা আমি বইসা নাইচা তুমি হেভি মেটাল আমি হলাম খাইসঠা ধানমন্ডির পোলা গুলসানের মাইয়া শেক দ্যাট এ্যাজ শেক দ্যাট এ্যাজ ফিল দ্যা বেজ ফিল দ্যা বেজ আই ডোন্ট নিড টু ড্রিং টু ড্যান্স দ্যা ড্যান্স ফ্লোর গেটস মি ড্রাং বেবি হোয়েন ইউ শেক দ্যাট এ্যাজ আই ওয়্যানা ফিল দ্যাট ফ্যাংক হুহ
6.
বুধবার নয়টা রাত গ্রীন কর্ণার থমথমে জালানা থেকে আলো সবাই দেখছে ম্যাকগাইভার হঠাৎ শুনি হুংকার ডাক দিলো হিরুর বুকে ভাঙা হাতুরি সন্ত্রাস এখন শুরু এসেছেন হিরু ভয়ংকর সুইচ ছুরি অ্যাকশন হাতে আরেক হাতে উইকেট ধরা রক্ত পড়বে আজ রাতে হিরু ভাইয়ের শুধু গর্জন সন্ত্রাস তার খেলা ক্যারম বোর্ড চ্যাম্পিয়ন মৃত্যুর গোয়েন্দা বাঘকে বন্দি করবি? রাজনীতি হিরুর দাবা মোগলাই পরোটা বাকী দে আগুন নিভা ভাঙা শিরী কতো উঠবে গোরোস্তান খুবই কাছে হিরু খারাপ দজ্জাল তার মনে দম্ভ নাচে আজকে আগুন-এর শেষ রাত ভাঙা সিঁড়ি সে উঠবে পাবে আজ দুশমনি কিসমত ভয় শুধু পায় নিজেকে ফোন দাও আল-রাজি ক্লিনিকে ডাক্তার যদি বাচায় বাঘ ফিরে যাবে তার জঙ্গলে ভাঙা দেহ পড়ে রাস্তায় সবাই দেখছে ম্যাকগাইভার
7.
Chamra 04:55
8.
ওরে ও ফজল নোভা চার কর্ডের বাদশা বুকে লোহা ভউ কাউকে পায়না বাঘের বাচ্চা দেখে সে আয়না বাজায় আচ্ছা হাতে তার স্ট্রাটোক্যাস্টার মঞ্চে দুলে পতাকা লিড এবং রিদমের মাস্টার ফজল নোভা ডাম কুড় কুড় তাকধুমাধুম টেম্পোরারি টেম্পোরারি ডাম কুড় কুড় তাকধুমাধুম টেম্পোরারি ডাম কুড় কুড় তাকধুমাধুম টেম্পোরারি টেম্পোরারি ডাম কুড় কুড় তাকধুমাধুম টেম্পোরারি মিরপুর থেকে হাতিরপুলের হেডুম ফজল ভাই সবাই তাকে সালাম করে, মুরব্বি যে তাই হাতে ওনার গিটার , মাথায় পড়ে বান্ডানা ফজল ভাইয়ের অস্ত্র হলো সুরের কারখানা কখন কথা হারিয়ে গেলে ফজল ভাইয়ের ডাকে আহবানে ফেরত আসে ,যেখানেই সে থাকে অসুখ হলে নিয়ে যাবে হাতুরি ডাক্তার আসলেই এই গিটারগুরু তুলনাহীন স্যার হাতে তার স্ট্রাটোক্যাস্টার মঞ্চে দুলে পতাকা লিড এবং রিদমের মাস্টার ফজল নোভা আল্লাহ নবীরও নাম গিটার বাজায় ভাইজান টেম্পোরারি আহবান ফজল নোভা আরো জোরে ফজল নোভা নবীর নামে ফজল নোভা আমার ভাই তোমার ভাই ফজল নোভা ছয় দেয়ালে ডাম কুর কুর জোরে বলো ফজল নোভা লালমাটিয়ায় ক্রিকেট খেলো ফজল নোভা ম্যাকগাইভারের চাচাতো ভাই ফজল নোভা করবে লড়াই করবে লড়াই ফজল নোভা
9.
Jala 03:32
পিছনে স্বর্গ, সামনে আছে তার জীবন পিছনে স্বর্গ, সামনে আছে তার জীবন পাপ থাকে চিরকাল প্রায়শ্চিত্ত কিছুক্ষণ পাপ থাকে চিরকাল প্রায়শ্চিত্ত কিছুক্ষণ পেছনে মিং হাউজ সামনে আলিয়েন্স ফ্রান্সিস পেছনে মিং হাউজ সামনে আলিয়েন্স ফ্রান্সিস সত্য হত্যায় শুরু আত্মহত্যা দিয়ে শেষ সত্য হত্যায় শুরু আত্মহত্যা দিয়ে শেষ যেদিন চলে গেছে সেদিন তো আর ফিরে আসবে না কবর থেকে কোনো ব্যর্থ প্রেমিক ভালোবাসবে না ! যেদিন চলে গেছে সেদিন তো আর ফিরে আসবে না কবর থেকে কোনো ব্যর্থ প্রেমিক ভালোবাসবে না ! জ্বালা জ্বালা সালা রে খতম কইরা দে জ্বালা জ্বালা পিঠে গুলি ভইরা দে জ্বালা জ্বালা ক্রসফায়ার মাল খাওয়াই দে জ্বালা জ্বালা মাটির ভেতর পুইতা দে জ্বালা জ্বালা শান্তি?কিসের শান্তি ? জ্বালা জ্বালা পাতালে যাবি নাকি জাহান্নামে ? জ্বালা জ্বালা আল্লাহর কাছে ফেরত গেলেও জ্বালা জ্বালা জ্বালা থামবে না রে জ্বালা জ্বালা লাশের উপর লাশের উপর লাশ জ্বালা জ্বালা সরকারি বেসরকারি সন্ত্রাস জ্বালা জ্বালা আসেন সাংবাদিক ,আসেন পুলিশ জ্বালা জ্বালা সবাই শুনেন আমার নালিশ জ্বালা জ্বালা পাথর বাঁধা বুকেও রক্ত আছে জ্বালা জ্বালা যেমন দেহ আছে তেমন আত্মা জ্বালা জ্বালা সব এক মুহূর্তে চুরমার জ্বালা জ্বালা সবই অন্ধকার
10.
Tufan 04:26
11.
Shesh 06:33
থাকি আমি বন্ধ ঘরে জানালায় দেখি ধুলোর তারা দিন আসে দিন যায় খাতার ছেঁড়া পাতায় মহাকাশের অন্ধকারে আয়নাতে তাকাবোনা আর কিছু দুঃখ যাদুর মতো রুপ বদলিয়ে যায় তবু পাশে বসে রয় যেনো অবিরাম সাধারণ আধার কই শেকড় কই ফুল কই শুঁকনো পাতার ছেঁড়া চুল আমার মানচিত্রে যেনো রটিয়ে দেওয়া আমি মানুষ সেটা ভুল কই হাসি বেদনা কই ভগবানের প্রেরণা মহাশূন্যের কাছে জিজ্ঞেস করো কই আমার চেতনা কিছু ব্যথা এতই গোপন যেনো ছায়ার সাথে মিলিয়ে যায় বুকে ধরে রাখো বাঁধা পাথরের সাথে ব্যথা হলো সবচেয়ে আপন আমি সমাজের মুখে চোর আমার হাসি তোমার বাড়ির অভিশাপ সত্য স্বীকার করো আমি শিকার হয়ে হবো ছেঁড়া আকাশের ঝড় কই দেহ কই স্নেহ কই মনুষ্যত্ব মমতা চিরো অন্ধকারে আমি আগুনে পুড়ে দেখলাম তোমার ক্ষমতা কই সালিশ কই বিচার আমি চুপ,আমি একা খাঁচায় তবু অন্ধকারে।
12.
Shuru 04:06
দিন যায় রাত যায় ঘরে বসে থাকি আমি সারাদিন করছি রিলাক্সিং হলিউডের নতুন হিরো হয়ে যাবো আমার অপাদমস্তক ক্যাস্টিং হাসি লুকালেও তুমি লুকাতে পারোনার,তুমি মনের রসগোল্লা তোমাকে যে ভালোবাসি জানে সেটা নার্স জানে ডক্টর আতিকুল্লাহ ভেসে যাবে গ্রীণ রোড শুকিয়ে যাবে সাগর ঝড় এসে ভেঙে দিবে ছয় দেয়াল তবু কমবে আমার আদর তোমার মেঘের ছায়া হাফপ্লেট বিরিয়ানি কই বিপাশা ? আর কই শাবানা ? তোমাকেই শুধু জানি জানালা বাইরেতে কোটি কোটি জানালা চলছে স্ক্রুটার আর রিক্সা মাঝে মাঝে ব্যাথা আসে মনে হয়ে এই কাগজের প্লেন হয়ে গেলো ঝাপসা তোমার জন্য আমি চাচা চৌধুরির বিখ্যাত হালুয়া রানবো মাঝে মাঝে একা বসে গান জোরে জোরে শুনে একটু হলেও কানবো কাগজ দিলো খবর বিচার গেলো থানায় এত দুঃখ পেলে অভাগার সুখি হওয়া এই সমাজে মানায় তবু ক্যাসেট প্লেয়ারে মাকসুদের গান শুনি উন্মাদনায় যদি প্রেম কেটে যায় শুধু তোমাকেই আমি জানি নতুন জীবন শুরু পুরানো কথা ছাড়া নীল আকাশের নিচে পাখি গান গেয়ে গেলো হবোনা দিশেহারা তোমার ভাঙা দেহ আমার পোড়া হাসি কষ্ট ভরা এই নতুন দিনে শুধু তোমাকে ভালোবাসি
13.
MacGyver 03:52

about

This one's for you, Wasif. Hope you're proud we finally went and made a concept album jodio it's about Green Road. We miss you and love you.

If you liked this album and want to listen to more music like it, go and listen to classic Bangla rock!! We were inspired by the great bands that we grew up listening to and stole more than a few lines and licks. Start with this highly incomplete list of some of our favorite albums:

Azam Khan: Rock Star
Chandrabindoo: Gadha
Feedback: Mela
Feedback: Bongabdo Choddosho
Feelings: Nagar Baul
LRB: Tobuo
Maqsood O Dhaka: Nishiddho
Nova: Ahoban
Souls: Super Souls
Sudden: Ochena
Rockstrata: Rockstrata
Winning: Winning

credits

released February 10, 2020

Jihan Saba: vocals
Rushnaf Wadud: vocals
Jason Cammarata: bass
Imran Aziz: guitars, keyboards
Arafat Kazi: drums, vocals
Tom Cunningham: piano
Eliza Mitrakas: vocals
Michael Allard: guitars
Jan Schwartz: guitars
Ian Henry: guitars
Chris Galeone: trumpet
Valerie Thompson: cello
David Skolnick: accordion
Adolfo Castañeda: theremin (fiverr.com/chewingtunes)
Mercedes Bralo: harp (fiverr.com/mercbralo)
Ben Amstutz: marimba (fiverr.com/ben_amstutz)
Alon Leon Hillel: horns (fiverr.com/pitchperfectpro)
Will Allen (thebrass Productions): horns (fiverr.com/thebrass)
Gabriel McRespo: keyboards (fiverr.com/gabrielmcrespo)

All music by Imran Aziz and Arafat Kazi except "Jala" by Azam Khan and "MacGyver" by Randy Edelman
All lyrics by Arafat Kazi except "Shesh" by Nadine Shaanta Murshid and Arafat Kazi
Recorded by Ian Henry (ianhenryaudio.com) and Jan Schwartz
Mixed and mastered by Joshua Castaneda
Art by Farhan Aziz

license

tags

about

The Attempted Band Boston, Massachusetts

boomer music

contact / help

Contact The Attempted Band

Streaming and
Download help

Report this album or account

If you like The Attempted Band, you may also like: