Brishtir Opare

from Agoon O Moushumi by The Attempted Band

/

about

This song is for Wasif Kabir Chowdhury--bassist, metalhead, computer geek, stoner, lover, dreamer, and friend.

lyrics

ভেসে আমি যাচ্ছি কোথায় ? কোন খেয়ালে ?
মহা আকাশের শূণ্যতার ছয় দেয়ালে
কার্নিশের এক ছায়ার পেছন ,তার আড়ালে
ভুলে যাওয়া যত তালে

কোথায় চলে যাচ্ছি ?
কেন এত ভয় পাচ্ছি ?
সকাল হয়ে যায় রাত্রি
নবভূবনের যাত্রি আমি

একা এসেছি অনুষ্ঠানে, সংবাদ সাংবাদিক
সব সত্য মানুষ জানে তবু মিথ্যার ছয়দিক
উড়ে চলে গেলো তোমার চিহ্ন বাস্তব আধ্যাত্মিক
কই নিশ্বাস ? তার বিশ্বাসে ঠিক

আমার নাম নিও না
আমি কারোর কেউ না
মেঘ জুড়ে চেও না
অন্ধকারের পথ ফিরিয়ে

ভেসে যাই আকাশে
তোমাদের গল্পের পাশে
আমাদের ইতিহাসের
শেষ খন্ড লিখতে হবে

রাস্তার কাকোফোনি, কনফিউশনে ভরপুর
বারো বছরের মিলে পার করে আরো কত দূর ?
উত্তরের পাতায় প্রশ্ন দেখে কিংকর্তব্যবিমূঢ়
শুনি সেই পুরানো সূর

আমাকে ভুলে যাও
নতুন গান শিখে গাও
চোখ খুলে উঠে দাড়াও
একদিন আবার কথা হবে

credits

from Agoon O Moushumi, released February 10, 2020
Jihan Saba: vocals
Rushnaf Wadud: vocals
Jason Cammarata: bass
Imran Aziz: guitars
Arafat Kazi: drums
Chris Galeone: trumpet
David Skolnick: accordion

license

tags

about

The Attempted Band Boston, Massachusetts

boomer music

contact / help

Contact The Attempted Band

Streaming and
Download help

Report this track or account

If you like The Attempted Band, you may also like: