/

lyrics

থাকি আমি বন্ধ ঘরে
জানালায় দেখি ধুলোর তারা
দিন আসে দিন যায়
খাতার ছেঁড়া পাতায়
মহাকাশের অন্ধকারে
আয়নাতে তাকাবোনা আর
কিছু দুঃখ যাদুর মতো
রুপ বদলিয়ে যায়
তবু পাশে বসে রয়
যেনো অবিরাম সাধারণ আধার

কই শেকড়
কই ফুল
কই শুঁকনো পাতার ছেঁড়া চুল
আমার মানচিত্রে যেনো রটিয়ে দেওয়া
আমি মানুষ সেটা ভুল

কই হাসি
বেদনা
কই ভগবানের প্রেরণা
মহাশূন্যের কাছে জিজ্ঞেস করো
কই আমার চেতনা


কিছু ব্যথা এতই গোপন
যেনো ছায়ার সাথে মিলিয়ে যায়
বুকে ধরে রাখো
বাঁধা পাথরের সাথে
ব্যথা হলো সবচেয়ে আপন

আমি সমাজের মুখে চোর
আমার হাসি তোমার বাড়ির অভিশাপ
সত্য স্বীকার করো
আমি শিকার হয়ে হবো
ছেঁড়া আকাশের ঝড়

কই দেহ
কই স্নেহ
কই মনুষ্যত্ব মমতা
চিরো অন্ধকারে
আমি আগুনে পুড়ে
দেখলাম তোমার ক্ষমতা

কই সালিশ
কই বিচার
আমি চুপ,আমি একা খাঁচায়
তবু অন্ধকারে।

credits

from Agoon O Moushumi, released February 10, 2020
Jihan Saba: vocals
Imran Aziz: guitars
Tom Cunningham: piano
Valerie Thompson: cello
Mercedes Bralo: harp

license

tags

about

The Attempted Band Boston, Massachusetts

boomer music

contact / help

Contact The Attempted Band

Streaming and
Download help

Report this track or account

If you like The Attempted Band, you may also like: